শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইঞ্জিনচালিত নসিমন গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে রতন কুমার ঘোষ (৩৯) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে নড়িয়া উপজেলার চাকধ নয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পরে স্থানীয়রা উদ্ধার করে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহত রতন কুমার ঘোষ সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে। রতন নড়িয়া উপজেলায় বেসরকারি ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মার সিনিয়র ইনফরমেশন মেডিকেল অফিসার হিসেবে কাজ করতেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ