শেরপুরের ঝিনাইগাতীতে পাখি শিকারের অপরাধে শিকারিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ মার্চ) বিকেলে ঝিনাইগাতীর বনকালি গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এ জরিমানা করেন।
বিজ্ঞাপন
উপজেলার বনকালি গ্রামে একজন পাখি শিকারী বেশ কয়েকদিন ধরে জাল দিয়ে বিভিন্ন ধরনের পাখি শিকার করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে জাল ও ছয়টি তিলা ঘুঘুসহ কারবারিকে আটক করে। পাখি শিকারের দায়ে স্থানীয় দীঘিরপাড় গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো. লেমন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হয় এবং পাখি ধরার সরঞ্জাম ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল বলেন, পাখি ও প্রকৃতি বাঁচাতে বিলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
প্রতিনিধি/ এজে