বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

ইবির জনসংযোগ অফিসের নতুন পরিচালক সাহেদ হাসান

জেলা প্রতিনিধি, ইবি
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

ইবির জনসংযোগ অফিসের নতুন পরিচালক সাহেদ হাসান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাহেদ হাসান।

বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, ইবির তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে ড. আমানুর আমানকে ১২ মার্চ ২০২৫ তারিখ থেকে অব্যাহতি দেওয়া হলো। তিনি তার মূল পদ উপ-রেজিস্ট্রার হিসেবে অফিসে পুনরায় যোগদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. সাহেদ হাসান, উপ-রেজিস্ট্রার (তপ্রজ)-কে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ দায়িত্ব পালন করবেন এবং নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

এছাড়াও আরও বলা হয়, ড. আমানুর আমান সাবেক পরিচালককে তার একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হলো।

নবনিযুক্ত পরিচালক মো. সাহেদ হাসান বলেন, নতুন প্রতিটা দায়িত্বেরই বাড়তি একটা চাপ থাকে। প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সততা, একাগ্রতা এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালনের চেষ্টা করব। যেহেতু জনসংযোগ অফিস, এখানে প্রকাশনা এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরার একটা বিষয় থাকে সেই জায়গা থেকে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর