শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও মৃত্যুর ঝুঁকি কমাতে শনিবার (১৫ মার্চ) চাঁদপুরের ৮ উপজেলায় ৩লাখ ৫৭ হাজার ৭৭৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (১২মার্চ) বেলা ১১টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে সভাপতিত্ব করেন- সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। তিনি বক্তব্যে বলেন, ৬ মাসের ওপরের বয়সের শিশুদের এই ভিটামিন খাওয়ানো হবে। কারণ ৬ মাসের কম বয়সী শিশু তার মায়ের দুধ থেকে ভিটামিন এ প্রাপ্ত হয়। ১৫ মার্চ আমাদের সকল জনশক্তি সক্রিয়ভাবে কাজ করবে। দুর্গম অঞ্চল অর্থাৎ চরাঞ্চলেও আমাদের প্রশিক্ষিত জনবল থেকে কাজ করবে। কোনো অবস্থাতেই নির্ধারিত রঙের ক্যাপসুল ও বয়সের ব্যতিক্রম করে শিশুকে খাওয়ানো যাবে না। অনেক সময় কোনো রঙের ক্যাপসুল শেষ হলে স্বাস্থ্যকর্মী এ ধরনের কাজ করে থাকেন।
তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে হচ্ছে এই বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করা। আশা করি আপনারা এটি সর্বোচ্চ প্রচার করবেন। এই বিষয়ে নেতিবাচক কোন সংবাদ পেলে অবশ্যই তা যাচাই বাছাই করে প্রকাশ করবেন এবং আমাদের সাথে কথা বলবেন। সকলের আন্তরিক প্রচেষ্টায় অবশ্যই সরকারের এই উদ্যোগ সফল হবে।
প্রেস ব্রিফিংয়ের প্রাপ্ত তথ্যে জানা গেছে, আগামী ১৫ মার্চ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ৪৩১ শিশুকে খাওয়ানো হবে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩লাখ ১৬ হাজার ৩৪৮ শিশুকে খাওয়ানো হবে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন- চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা শাহ মো. আমানত উল্ল্যাহর সঞ্চালনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. তানিয়া।
বিজ্ঞাপন
জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে