বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

খালিয়াজুরীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

খালিয়াজুরীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীতে পুকুরে ডুবে সুনু মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তবে সুনু মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।


বিজ্ঞাপন


বুধবার (১২ মার্চ) সকালে উপজেলা সদরের উত্তরহাটি এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে বাড়ির পাশের ওই পুকুরে গোসলে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন।

খালিয়াজুরী  থানার ওসি মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পরিচয় মিলল নদীর পাড় থেকে উদ্ধার হওয়া সেই নারী-শিশুর মরদেহের

সুনু মিয়া খালিয়াজুরী উপজেলা সদরের উত্তরহাটী এলাকার ধলাই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের ওই পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন সুনু মিয়া। খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি। পরে বুধবার সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

 খালিয়াজুরী থানার ওসি  মো. মকবুল হোসেন বলেন, নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর দাবি সুনু মৃগী রোগী ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর