শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

বাগেরহাটের বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটের বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বাগেরহাটের তেলিগাতীতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও আওয়ামী দোসরদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি।

বুধবার (১২ মার্চ) সকালে তেলিগাতীর ইউনিয়নের হেড়মা বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


thumbnail_Bagerhat_Photo-3

সমাবেশে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান। সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ তালুকদার, ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিক হাওলাদার।

আরও পড়ুন

একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদের দোসদেরকে প্রশ্রয় দিচ্ছে: আযম খান

বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে সময় যারা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মারপিট, ঘের লুট করেছে তারাই সম্প্রতি কৃষকদলের সাধারণ সম্পাদক জিয়ারুল শিকদার, রফিক হাওলাদার ও যুবদল নেতা রাজু আহমদের ওপর হামলা করেছে। ওই হামলাকারীদেরকে বিএনপির একটি অংশ আশ্রয় দিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর