আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছত্রছায়ায় শিক্ষার্থীদের ওপর নিপীড়নের অভিযোগে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শরীফ সোবহানকে পুলিশের হাতে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ।
শরীফ সোবহান লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের শিক্ষক। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।
সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, নিপীড়নের অভিযোগে ছাত্ররা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। বর্তমানে সে আটক রয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই মাসের ২৯ তারিখে লক্ষ্মীপুরে আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গঠিত সাইবার সিকিউরিটি কমিটির সদস্য এ সোবহান। তবে সোবহান বর্তমানে আটক হলেও ওই কমিটির অন্যতম সদস্য পাভেল, মারুফসহ ৬ শিক্ষক ধরা ছোঁয়ার বাহিরে আছেন। এছাড়া আটক শিক্ষক সোবহান গত ৮ মাস ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের ম্যাসেজে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শিক্ষার্থীরা বলেন, তিনি শিক্ষক নন বরং শিক্ষক নামের কলঙ্ক। আমাদের সেমিস্টার ফি থেকে শুরু করে সবখানে ওনার অনিয়ম সুবিধা ছিল। ছাত্রলীগ না করলে হলে থাকতে পারত না শিক্ষার্থীরা, এমনকি ড্রেস সেলাই করতেও কমিশন দিতে হতো তাকে। বোর্ড চ্যালেঞ্জের টাকা আত্মসাৎ, রেড ক্রিসেন্টের টাকা আত্মসাৎ ও রাতে মেয়েদের উত্তপ্ত করা সহ নানা অভিযোগ রয়েছে শিক্ষক সোবহান শরীফের বিরুদ্ধে।
প্রতিনিধি/টিবি