মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘রমজান মাস গুনাহ থেকে মাফ পাওয়ার মাস’

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

‘রমজান মাস গুনাহ থেকে মাফ পাওয়ার মাস’

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, রমজান মাস গুনাহ থেকে মাফ পাওয়ার মাস; তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে বাস্তবে কাজে লাগিয়ে বাকি ১১ মাস জীবন পরিচালনা করতে হবে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। কুরআন থেকে তিলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মারুফ হোসেন।

সিএসই বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. আসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিশদ আলোচনা এবং মুসলিম উম্মাহসহ বিশ্বের সব মানুষের শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা যুবায়ের আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, রমজান শ্রেষ্ঠতম মাস। এই মাসেই মহান আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন, যা বিশ্ব মানবতার মুক্তির সনদ। রমজান মাস গুনাহ থেকে মাফ পাওয়ার মাস; তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে বাস্তবে কাজে লাগিয়ে বাকি ১১ মাস জীবন পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, রোজা পালনের মাধ্যমে যেমন পরকালে মুক্তি পাওয়া যায়, তেমনি শারীরিকভাবেও উপকার পাওয়া যায়। বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে রোজা পালনের মাধ্যমে ক্যান্সার, হৃদরোগসহ জটিল ও কঠিন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়।


বিজ্ঞাপন


এ সময় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর