সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, গুদামে আগুন দিয়ে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, গুদামে আগুন দিয়ে সড়ক অবরোধ

শ্রমিক মারধরের ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরে নাওজোড়ে ক্যামিও ইউএসএ নিটওয়্যার কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা গুদাম ও একটি পিকআপ ভ্যানের ভেতরে থাকা কাপড়ে আগুন ধরিয়ে দেন। এসময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় তিনঘণ্টা অবরোধ করে রাখেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরে নাওজোড় এলাকায় গতকাল কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। এ নিয়ে তাদের সঙ্গে বহিরাগতদের মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার একটি গোডাউন রুমে ও একটি পিকআপ ভ্যানের ভিতরে কাপড়ে আগুন ধরিয়ে দেন। এক পর্যায়ে সকাল দশটা থেকে শ্রমিকেরা নাওজোড় এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। দুপুর ১টার দিকে যৌথবাহিনী ও শিল্প পুলিশ তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ বলেন, আজ কারখানায় বেতন দেওয়ার কথা ছিল। বেতন দিতে দেরি হওয়ায় এবং শ্রমিকদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে আন্দোলন শুরু করে শ্রমিকরা। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর