মুন্সীগঞ্জের সিরাজদিখানে আমেরিকান প্রবাসী চাচাকে গুলিতে করে হত্যার দায়ে গেনেট রোজারিও (৫০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন।
বিজ্ঞাপন
আসামি গেনেট রোজারিও (৫০) সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামের মৃত বারেন রোজারিওর ছেলে। নিহত মাইকেল রোজারিও একই গ্রামের মৃত ফালু রোজারিওর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিল।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে,সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় গত ২০২১ সালের ১১ জুন দিবাগত রাতে গেনেট রোজারিও তার ঘরে থাকা বন্দুক দিয়ে আমেরিকান প্রবাসী তার আপন চাচা মাইকেল রোজারিওর ঘরের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় গুলির শব্দে আশেপাশের লোকজন এগিয়ে এলে ঘরের দরজা ভেঙ্গে মাইকেল রোজারিওকে বের করে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক মাইকেল রোজারিওকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাইকেল রোজারিওর শ্যালিকা সিরাজদিখান উপজেলার মজিদপুর গ্রামের মিলন রোজারিওর স্ত্রী মল্লিকা রোজারিও বাদী হয়ে সিরাজদিখান থানায় গেনেট রোজারিওকে আসামি করে হত্যা মামলা করে। এছাড়াও বন্দুক দিয়ে মাইকেল রোজারিওকে হত্যা করায় সিরাজদিখান থানার এসআই আবুল কাশেম বাদী হয়ে ঘটনার পরের দিন একই থানায় অপর একটি অস্ত্র মামলা করেন।
এ ঘটনায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত উভয় মামলায় আসামি গেনেট রোজারিওকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ অপর অস্ত্র মামলায় একই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন জানান, গত ২০২১ সালের ১১ জুন দিবাগত রাতে গেনেট রোজারিও নামের আসামি তার আপন চাচা আমেরিকান প্রবাসী মাইকেল রোজারিওকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করায় সিরাজদিখান থানায় পৃথক মামলা হয়।
এ ঘটনায় হত্যা করার অপরাধে আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ অপর অস্ত্র মামলায় একই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। এ রায়ে আমরা রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট।
প্রতিনিধি/ এজে