গাজীপুরের শ্রীপুরে কথিত সৎ বাবা ছুরি গরম করে শিশু মেয়ের শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
রোববার (৯ মার্চ) রাত ১১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল তাকে এ দন্ড দেন।
বিজ্ঞাপন
নির্যাতনের শিকার শিশু মানহা আক্তার বিবি মরিয়ম (৪) মনির হোসেন ও রুমি আক্তার দম্পত্তির মেয়ে।
অভিযুক্ত শামসুজ্জামান মান্নান (৩৫) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তালুয়াচাদপুর গ্রামের ইউছুফ আলীর ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের মুন্সিবাড়ী এলাকার ভাড়ায় বসবাস করতেন।
শিশুর মা রুমি আক্তার জানান, টিকটকের মাধ্যমে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তালুয়াচাদপুর গ্রামের শামসুজ্জামান মান্নানের সাথে তার পরিচয় হয়। পরে পূর্বের স্বামীকে ডিভোর্স দিয়ে গত চার মাস আগে মেয়ে ও অভিযুক্ত শামসুজ্জামানকে নিয়ে শ্রীপুরে বসবাস করছেন। গত শুক্রবার (৭ মার্চ) রাতে ঘরের দরজা বন্ধ করে শামসুজ্জামান চাকু গরম করে শিশু মরিয়মের শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়। শিশুর চিৎকার শুনে ছুটে এসে প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয়। ঘটনার দুইদিন পর রোববার ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অভিযুক্ত সৎ বাবাকে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত শিশুকে স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তবে ক্ষত স্থানে সংক্রমীত (ইনফেকশন) দেখা দেয়ায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, স্থানীয় লোকজন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে