বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, দুই নেতার পদ স্থগিত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

সিরাজগঞ্জে গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়ার উপর হামলার ঘটনা ঘটেছে। হামলা করে বিএনপির এই নেতার হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা।

সোমবার (১০ মার্চ) বিকেলে জেলা বিএনপির সহ দফতর সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


এই হামলা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজা তালুকদার ও তার ভাই বোরহান তালুকদারের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজা তালুকদার ও তার ভাই বোরহান উদ্দিন তালুকদার সম্প্রতি কালিয়াহরিপুর ইউনিয়নে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করায় তাদের দুইজনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়েছে। এখন থেকে তাদের সঙ্গে দলের কোনো বিষয়ে যোগাযোগ না রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে রেজা তালুকদার ও বোরহান উদ্দিন তালুকদারের অনৈতিক, সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের দায়ভার বিএনপি নেবে না।

উল্লেখ্য, কান্দাপাড়া গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে গতকাল রোববার রাতে কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়ার ওপর হামলা চালায় রেজা তালুকদার ও তার ভাই বোরহান তালুকদারসহ সন্ত্রাসী বাহিনী। হামলা করে বাবলু মিয়ার হাত-পা ভেঙে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন