মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

নারীদের নিপীড়নের প্রতিবাদে বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের ঘোষণা অনুযায়ী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ মার্চ) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 


বিজ্ঞাপন


এর আগে, গতকাল রোববার (১০ মার্চ) ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ মানববন্ধনের কর্মসূচীর ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাসেল খোকনের সভাপতিত্বে ও বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব এইচ.এম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম তুষর, বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাভিল, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ রাজন, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক আবু হানিফ, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি, মো: সুজন মৃধা, হিসাব বিজ্ঞান বিভাগের সভাপতি, আসলাম হোসেন রকি, সভাপতি (ভারপ্রাপ্ত) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মাওলানা মো. নুরুজ্জামান নোমান, ইব্রাহিম খলিল মো: রিমন হাওলাদার। 

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানকভাবে অবনতি ঘটেছে।দেশজুড়ে বিরাজ করছে অস্থিরতা। চলছে সন্ত্রাস, নৈরাজ্য। সম্প্রতি মাগুরার শিশুকন্যা আছিয়া ধর্ষণের শিকার হয়েছে। শুধু আছিয়া নয়, দেশের বিভিন্ন স্থানে খুন, ছিনতাইসহ ধর্ষণের ঘটনা ঘটছে। এমন নৈরাজ্যকর পরিস্থিতি প্রতিবাদে ও সকল অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচাররের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এছাড়াও বরগুনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও কদমতলা স্কুল এন্ড কলেজ ছাত্রদল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেন। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন