সাভারে তুচ্ছ ঘটনায় পুলিশের এক নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতার গাড়ি চালককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
রোববার (৯ মার্চ) দুপুরে সাভার থানা রোডের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ মারধরের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ওই নারী কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত আছেন এবং সাভার মডেল থানার কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন। অন্যদিকে, অভিযুক্ত সোহেল বাবু সাভার উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এবং বর্তমানে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত আছেন।
ভুক্তভোগী পুলিশ কনস্টেবল ইতি খানম জানান, আমার ডিউটি চলে কালিয়াকৈর থানায়। বাসায় আমার প্রতিবন্ধী বাচ্চাকে রেখে আসতে দেরি হওয়ায় রাস্তায় জ্যামে পড়ি। তাই রিকশা চালককে দ্রুত এক পাশ দিয়ে যেতে বলি। এসময় সোহেল নামের ওই ড্রাইভারকে অনুরোধ করে বলি, ভাই আমার ডিউটি চলে আমাকে একটু যেতে দেন, আমি পুলিশের লোক। এ কথা বলার সঙ্গে সঙ্গে সে আমাকে তুই-তোকারি করে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে এবং এক পর্যায়ে আমাকে লোহার রড দিয়ে মারতে শুরু করে। এতে আমার পায়ের হাড় ভেঙে গেছে।
এ ব্যাপারে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক তবে মারধরের সময় আমি গাড়িতে ছিলাম না। আমি ওই সময় গাড়িতে থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না। এ ছাড়া আমি ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত সোহেলকে চাকরিচ্যুত করে নিজে সাভার থানায় নিয়ে গিয়ে ওসির নিকট তাকে সোপর্দ করেছি।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সেই প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি

