ছয় সন্তানের জনক এবং ধনাঢ্য ব্যবসায়ী মোতালেব হাওলাদার (৯০) এখন বরিশাল নগরীর ফুটপাতে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে তার নিজস্ব বাড়িতে থাকার ব্যবস্থা থাকলেও, সন্তানদের অবহেলায় এখন তাকে ফুটপাতে জীবনযাপন করতে হচ্ছে। স্ত্রী মৃত্যুর পর, একাকী থাকার কারণে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
স্থানীয়রা জানায়, মোতালেব হাওলাদার দীর্ঘদিন ধরে ফুটপাতে আশ্রয় নিয়েছেন এবং খাবার না পেলে অনাহারে দিন কাটাতে হচ্ছে। এমন দুরবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ে জানায়।
বিজ্ঞাপন
এ বিষয়ে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, "অসহায় বৃদ্ধ মোতালেব হাওলাদারের সন্তানরা তার দেখভাল করছে না, তাই তিনি মানবেতর জীবনযাপন করছেন। আমরা তার জন্য তাৎক্ষণিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেছি।" তিনি আরও জানান, মোতালেবকে বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে সরকারি সহায়তা দেয়া হবে।
এদিকে, মোতালেব হাওলাদার নিজেই বলেন, ‘বৃদ্ধ বয়সে কোথাও ঠাঁই হয়নি, তাই ফুটপাতে থাকি। কেউ কিছু দিলে খাই, না দিলে না খেয়ে দিন চলে যায়।’
স্থানীয় মোতালেব মিয়া জানান, ‘তিনি দীর্ঘদিন ধরে অসহায়ত্বের কথা কাউকে বলতে পারছিলেন না, কিন্তু আমরা তার অবস্থা দেখে বিষয়টি সমাজসেবা কার্যালয়ে জানিয়ে সহায়তা পেয়েছি।’
বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ আরও জানান, ‘সরকারের পক্ষ থেকে মোতালেব হাওলাদারের জন্য আরও সহায়তা প্রদান করা হবে, যাতে তার জীবনমান উন্নত হয়।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি