সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বেরোবির শিক্ষার্থীকে মারধর, আটক ১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০৬:৫১ এএম

শেয়ার করুন:

বেরোবির শিক্ষার্থীকে মারধর, আটক ১

ফুটপাতে দাঁড়ানোকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এতে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে। এ ঘটনায় এক কর্মচারীকে থানা হেফাজতে নেয় পুলিশ। 

শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজারে।


বিজ্ঞাপন


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর নবাবগঞ্জ বাজারে কেনাকাটা করতে আসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থীসহ চারজন। এ সময় সিটি পোশাক ঘরের এক কর্মচারী ফুটপাতে দাঁড়িয়ে থাকতে বাধা প্রদান করে। তখন তর্ক-বিতর্ক শুরু হলে একপর্যায়ে দুই শিক্ষার্থীকে মারধর করে কর্মচারীরা। 

পরে মারধরের শিকার শিক্ষার্থী অন্য শিক্ষার্থীদের জানালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্কেটের সামনে উপস্থিত হলে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ হস্তক্ষেপ করে। এ ঘটনায় এক কর্মচারীকে থানা হেফাজতে নেয় পুলিশ। 

মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর