‘মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো - সবার মাঝে আবার ফিরে’। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী সাইফুল্লাহ খালিদের সুমধুর কণ্ঠে এ ধরনের রমজানের গানে মুগ্ধ হয়েছেন রোজাদাররা।
শনিবার (৮ মার্চ) খুবির কেন্দ্রীয় খেলার মাঠে গণ-ইফতারে আগত প্রায় আড়াই হাজার রোজাদার মুগ্ধ হন তার ইসলামী গানে।
বিজ্ঞাপন
শিক্ষার্থীসহ সাধারণ রোজাদাররা আসরের নামাজের পর থেকেই একে একে সমবেত হতে থাকেন। এরপর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী গান পরিবেশনা করতে থাকেন। ইফতারির আগে দোয়া-মোনাজাত পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস। তখন মাগরিবের আজান দিলে সবাই একসঙ্গে ইফতারি করেন।
ইফতারিতে অংশ নেওয়া খুবি শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ গণ-ইফতার কর্মসূচির আয়োজন করে। ইফতার মাহফিলের আয়োজনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এ গণ-ইফতার পরিণত হয়েছে রোজাদারদের মিলনমেলায়।
সব শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবে পরিণত হয় এ গণ-ইফতার। প্রায় আড়াই হাজার রোজাদার একসঙ্গে এই ইফতারিতে শামিল হন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিনিধি/ এমইউ