মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেহেরপুরে ইটভাটাতে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে ইটভাটাতে ২ লাখ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে নিউ স্টার ইটভাটা থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার বেতবাড়িয়া গ্রামে অবস্থিত ইটভাটাতে অভিযান চালানো হলে ইটভাটার মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ জরিমানা আদায় করা হয়। 
একই সঙ্গে অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়‌।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেতবাড়িয়া গ্রামের নিউ স্টার ইটভাটার মালিক বাবু বিশ্বাসের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর