বরিশাল নগরীর রূপাতলী বাসটার্মিনাল থেকে ১৭ রুটে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
শনিবার (৮ মার্চ) বাস চালকদের সঙ্গে মাহিন্দ্রা (থ্রিহুইলার) চালকদের মারামারির ঘটনায় দ্রুত বিচার দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।
বিজ্ঞাপন
এতে এ টার্মিনাল থেকে খুলনা বিভাগ, ঝালকাঠী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর জেলার ১৭ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। তারা বিকল্পযানে ঝুঁকি নিয়ে দুই থেকে তিনগুণ বেশি ভাড়ায় গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।
এর আগে, শনিবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস চালক ও মাহিন্দ্রা চালকদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। সেখানে শালিশি করতে গিয়ে আলফা-মাহিন্দ্রা সমিতির নেতাদের হাতে ববির তিন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় শিক্ষার্থী ও বাস মালিক-শ্রমিকদের মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে এ ধর্মঘট ডেকেছে বাস শ্রমিকরা।
খুলনার যাত্রী ফুলবানু বেগম সন্ধ্যায় বলেন, নানীকে নিয়ে বরিশাল এসেছি চিকিৎসা নিতে। এখন ফিরতি পথে দেখছি বাস চলছে না। বৃদ্ধ শরীর নিয়ে কিভাবে বাড়ি ফিরবো জানি না। তাই টার্মিনালে বসে ধর্মঘট প্রত্যাহারের অপেক্ষা করছেন বলে জানান তিনি।
রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী বলেন, মহাসড়কে অবৈধ থ্রিহুইলারের দাপটে বাস চালানো যায় না। এ থ্রি-হুইলারের কারণে দুর্ঘটনার সংখ্যাও দিন দিন বাড়ছে। সড়কে বিশৃঙ্খলার পাশাপাশি এবার বাস চালক, মালিক ও শ্রমিকসহ ববি শিক্ষার্থীদের মারধর করেছে মাহিন্দ্রা চালক মালিকরা। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
বিজ্ঞাপন
বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জিয়া উদ্দিন সিকদার বলেন, মহাসড়কে বাস মালিক সমিতির উদ্যোগে বাসের চেকিং করা হচ্ছিল। তখন আওয়ামী ফ্যাসিস্টের দোসর মাহিন্দ্রা সমিতির ৩০-৪০ জন নেতাকর্মী এ হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশ প্রশাসন দ্রুত বিচার নিশ্চিত করতে পারলেই ধর্মঘট প্রত্যাহার করা হবে।
এবিষয়ে বক্তব্য জানতে মাহিন্দ্রা মালিক সমিতির নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।
বরিশাল নগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে দুপুরে মিমাংসা করা হয়েছিল। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি, পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে জানতে বরিশাল নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
প্রতিনিধি/ এজে

