ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপে ছাগল চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ছাগলের মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।
শনিবার (৮ মার্চ) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের মিঠাপুর-রাজাপুর এলাকায় ছাগল চুরি করে পালানোর সময় তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের আয়নাল শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ (২৫), হোগলাকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২৫) এবং হাসামদিয়া গ্রামের মৃত তোরাফ শেখের ছেলে সেন্টু শেখ (২৭)।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের দাউদের স-মিলের সামনে থেকে শফিকুল ইসলামের দুটি বকনা ছাগল চুরি করে একটি পিকআপে তুলে পালানোর চেষ্টা করে চোরেরা। শফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে আত্মীয়-স্বজন ও পরিচিতদের বিষয়টি জানান।
এরপর চোরেরা বোয়ালমারীর রাজাপুর বাজারে পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে। তারা চুরি হওয়া ছাগলসহ চোরদের ধরে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ওসি মো. মাহমুদুল হাসান বলেন, ‘ছাগল চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক তিনজনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
প্রতিনিধি/একেবি