পবিত্র মাহে রমজান উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ জন দৃষ্টি প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।
শনিবার (৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে কুরআনে হাফেজদের প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
সভাপতিত্ব করেন- সংগঠনের উপদেষ্টা মাওলানা মো. আব্দুর রহমান গাজী।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ৩ বিজয়ীর হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
প্রতিনিধি/এজে