শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

খাজনা আদায়ের রশিদে এখনও মুজিববর্ষ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনও টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল হাটের রওনার রশিদ বইয়ে মুজিব শতবর্ষে শেখ মুজিবুর রহমানের প্রতীকি ছবি ব্যবহার করে খাজনা আদায় করা হচ্ছে। এনিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। 

জানা যায়, নিকরাইল হাটের বর্তমান ইজারাদার মো. শামীম আল মামুন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিনি হাটের ইজারা পায়। সেসময় শেখ হাসিনা সরকারের নির্দেশমতে হাটের রশিদ বইয়ে মুজিববর্ষের প্রতীকি ছবি ব্যবহার করে রশিদ বই তৈরী করে। সেই রশিদের মাধ্যমে এখনো খাজনা আদায় করছেন হাট কমিটি।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান- ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের ৭ মাস পেরিয়ে গেলেও এখনো নিকরাইল হাটের রওনার রশিদ বইয়ে মুজিববর্ষের প্রতীকি ছবি মনোগ্রাম রয়েছে। বিষয়টি দুঃখজনক।

ইজারাদার শামীম আল মামুন বলেন, আওয়ামী লীগ সরকার আমলে মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতীকি ছবি মনোগ্রাম সবকিছুতেই ব্যবহার করা হয়। সেমতে হাটের রশিদ বইয়ে বঙ্গবন্ধুর প্রতীকি ছবি দিয়ে রশিদ বই করা হয়েছিল। হাটের ইজারার মেয়াদ আছেই কয়েক সপ্তাহ। তাই পূর্বের রশিদ বইয়ে খাজনা আদায় করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর