মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুরে একটি বসতঘর থেকে ইউসুফ আলী স্বপন নামে (৪০) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে জেলার কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামের বাথান বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


মৃত স্বপন উপজেলার বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে। এছাড়াও তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত একমাস যাবত স্বপন একা দুর্গম চরাঞ্চলের বাথান বাড়ি থাকতেন। সেখানে গরু, ঘোড়া, ছাগল দেখাশোনো করতেন। ওই বাথানের মালিক নিহত স্বপনের বন্ধু সারজিল সম্পদ।  তিনি প্রতি বুধবার বাড়িতে এসে স্ত্রী সন্তানদের জন্যে বাজার করে দিয়ে আবার চলে যেতেন।

স্বপনের স্ত্রীর দাবি গত বুধবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, মরদেহ ফুলে গেছে, এবং মাথার চুল উঠে যাচ্ছে। তবে বাথানের গরু, ভেড়া, ঘোড়া অক্ষত আছে। আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকায় স্বপনের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, মরদেহ অনেকটাই পঁচে গেছে। দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে হয়তো স্বাভাবিক মৃত্যুই হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর