সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের আলুবাড়ি সংলগ্ন ভারত সীমান্তের অভ্যন্তরে শাহেদ আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৭ মার্চ) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ দিয়েছে।
বিজ্ঞাপন
নিহতের পরিবারের দাবি, শাহেদের মরদেহ ভারতের সীমান্তরক্ষী বিএসএফের সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। শাহেদ কানাইঘাটের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কাজের উদ্দেশে আরও কয়েকজনের সঙ্গে শাহেদ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি এলাকা দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করেন। ধারণা করা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ করায় গভীর রাতে ভারতীয় বিএসএফ অথবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাহেদ আহমদ নিহত হয়েছেন।
রাতে বাড়ি না ফেরায় আজ শুক্রবার (৭ মার্চ) সকালে শাহেদের পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তারা জানতে পারেন, শাহেদের গুলিবিদ্ধ মরদেহ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি বাঁশকোনো এলাকার ১৩১৯ নম্বর পিলারের অভ্যন্তরে পড়ে আছে।
মরদেহ উদ্ধারের জন্য স্বজনরা সীমান্তবর্তী লোভাছড়া বিজিবি ক্যাম্পের শরণাপন্ন হলেও আইনি জটিলতার কারণে মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।
বিষয়টি জানার পর কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বিজিবিকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
বিজ্ঞাপন
ভারতের অভ্যন্তরে বাংলাদেশি নিহতের বিষয়টিও নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। তিনি বলেন, ‘মরদেহ হস্তান্তরের বিষয়ে বিজিবি ওখানে কথা বলছে।’
প্রতিনিধি/ এমইউ

