মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভোলার সড়কে রাতভর র‍্যাবের তল্লাশি

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার লক্ষ্যে ভোলায় চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)। চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে র‍্যাবের এ পদক্ষেপ।

বৃহস্পতিবার (৬ মার্চ) মধ্যরাতে শহরের সরকারি স্কুল সংলগ্ন বক পোয়ারা পয়েন্টে চেকপোস্ট বসিয়ে র‍্যাব তল্লাশি চালায়।


বিজ্ঞাপন


চেকপোস্ট বসিয়ে ট্রাক,  প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশা থামিয়ে কাগজপত্র যাচাইসহ চালানো হয় তল্লাশি। পাশাপাশি সড়কে চলাচল করা মোটরসাইকেলের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে মোটরসাইকেল চালকদের অবহিত করা ও ওই সকল যানবাহনে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল ও বের হওয়ার কারণ জানতে চায় র‍্যাব-৮ এর সদস্যরা।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে আমাদের এই তল্লাশি। অপরাধ দমনে শহরজুড়ে আমাদের টহল ও চেকপোস্ট বসানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় জনগণকে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র‍্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধও করেন তিনি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর