সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট

শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের ৭ নম্বর চর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে পাঁচজন।

বুধবার (৫ মার্চ) মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


ভুক্তভোগিরা জানান, শেরপুর সদরের ৭ নম্বর চর গ্রামের মগরিব আলীর পৈত্রিক সূত্রে পাওয়া ৮১ শতাংশ জমি ভোগ দখল করে আসছে। কিন্তু ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে একই গ্রামের আনিস, কবির ও ইলিয়াস গংরা। সোমবার পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমিতে যান তারা। এসময় প্রকৃত জমির মালিক মগরব মিয়া ও তার স্বজনরা বাধা দিলে তাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়। পরে আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে এ সুযোগে বাড়ি-ঘর ভাঙচুর করে লুটপাট চালায় তারা। বুধবার মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম।


বিজ্ঞাপন


এদিকে, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর