রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজি মামলায় শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক খানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত আলী আকাব্বারের ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) রাতে মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে বের হওয়ার পরে পশ্চিম সুবিদখালী গ্রামের বেগমপুর এলাকার হাওলাদার বাড়ির সামনে সুবিদখালী-চত্রা সড়কের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

নোয়াখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নসা মিয়া মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার গ্রহণের জন্য নির্দেশ দেন। মামলায় অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়।

তবে সে মামলায় ফারুক খানের নাম এজাহারে না থাকলেও তাকে অজ্ঞাত দেখিয়ে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


মির্জাগঞ্জ থানার (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ফারুক খান নামের এক শ্রমিকলীগ নেতাকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub