শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল সাবেক সেনা সদস্যের

জেলা প্রতিনিধি,  গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

loading/img

গোপালগঞ্জে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী খন্দকার (৫৫) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাহেব আলী খন্দকার নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মাহবুব আলী খন্দকারের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, মঙ্গলবার সকালে ব্যবসায়ীক কাজে নড়াইলের যোগানিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকা যান সাহেব আলী। কাজ শেষে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগামী একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তিনি মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন