মানিকগঞ্জের জুলহাস মোল্লা (২৮) নামের এক যুবক চার বছরের চেষ্টার পর নিজের তৈরি আরসি বিমান আকাশে উড্ডয়ন করতে সক্ষম হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনার চরে জুলহাসের বিমান উড্ডয়ন দেখতে জেলা প্রশাসকসহ কয়েক হাজার মানুষ ভীড় জমান। এ সময় জুলহাস তার বিমান আকাশে উড়িয়ে নদীর চর দিয়ে ঘুরে বেড়িয়ে চরের মধ্যে সুন্দরভাবে নামিয়েছেন (লেন্ডিং করেছেন) বিমানটি।
বিজ্ঞাপন
জুলহাস মোল্লার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামে হলেও নদীভাঙনের কারণে শিবালয় উপজেলার ষাইটগর তেওতা গ্রামে পরিবারসহ বসবাস করছেন। ছয় ভাই, দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম। জুলহাস এসএসসি পাশ করার পর অর্থের অভাবে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। বর্তমানে তিনি ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন।
জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, ‘জুলহাস ছোটবেলা থেকেই প্লাস্টিকের জিনিস কেটে অনেক কিছু বানাতো। সে জন্য তাকে অনেক বকাবকি করতাম। জুলহাস বলত, ‘আমি একদিন এমন কিছু বানাবো, যা সারাদেশের মানুষ দেখবে।’ আজ চার বছর চেষ্টার পর আমার ছেলে প্লেন উড্ডয়ন করতে সফল হয়েছে। প্লেনটি ৫০ ফুট ওপর দিয়ে উড়েছে, সেটা দেখে আমার মন আনন্দে ভরে গেছে।’
জুলহাস মোল্লা বলেন, ‘আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিমান চালানোর। কিন্তু সে স্বপ্ন পূরণ করতে পারবো না, এমনটা আমি বুঝে গিয়েছিলাম। সেজন্য চার বছর আগে আমি বিমান তৈরির কাজ শুরু করি। অল্প অল্প করে জমিয়ে ৪ লাখ টাকা খরচ করে বিমানটি তৈরি করেছি। আজ আমার তৈরি করা বিমান আকাশে উড়িয়ে আমি খুবই খুশি।’
তিনি আরও বলেন, ‘আমার বিমান চালানোর কোনো অভিজ্ঞতা নেই। তাই আমি বিমানটি এমনভাবে তৈরি করেছি, যাতে এই বিমান সম্পর্কে একটু ধারণা দিলেই সবাই আকাশে উড়াতে পারবে। বিমান তৈরির জন্য সরকারের কাছে সহায়তাও চেয়েছি।’
বিজ্ঞাপন
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জুলহাসের গবেষণার কাজের জন্য সরকার সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন। এছাড়া প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহিত করেছেন।
প্রতিনিধি/একেবি

