মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে তরুণ খুনের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে তরুণ খুনের ঘটনায় মামলা

নেত্রকোনার মোহনগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে মো. রাব্বি মিয়াকে (২২) হত্যার ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাতে নিহতের বাবা আনিছ মিয়া বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় আটক হওয়া দুই তরুণসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়।


বিজ্ঞাপন


মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাব্বি পৌর শহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী আনিছ মিয়ার ছেলে। তিনিও পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় রাব্বি মোহনগঞ্জ পৌর শহরের মৎস্য আড়তে মাছ বিক্রি করছিলেন। রাত ৮টার দিকে কয়েকজন তরুণ এসে রাব্বিকে পাশে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে যান। সেখানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই তরুণেরা। এতে রাব্বির ফুসফুস বেরিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুজনকে আটক করে। ঘটনায় গতকাল সোমবার রাতে নিহতের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর আটক আটক হওয়া টেংগাপাড়া এলাকার সবুজ মিয়ার ছেলে  রাফি মিয়া (২৩) ও নওহাল এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মিয়াকে (২৪) গ্রেফতার দেখানো হয়।

 

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

ওসি আমিনুল ইসলাম জানান, প্রায় ছয় মাস আগে রাব্বির সঙ্গে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া ওই দুই আসামিসহ ১২ জনের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। ওই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর