শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজশাহীতে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ মিলল নদীতে

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীর পবায় নিখোঁজের পর নদী থেকে আলতাফ হোসেন (৪৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার বারনই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আলতাফের বাড়ি পবার বাগসারা নওদাপাড়া গ্রামে। রোববার (২ মার্চ) সন্ধ্যায় পরিবারের সঙ্গে আলতাফের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পুলিশ জানায়, আলতাফের ভ্যানটিও নদীর পাশে ছিল। তবে তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। 

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন