সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, তরমুজ ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, তরমুজ ব্যবসায়ী নিহত

ফরিদপুরের মধুখালীতে দাঁড়িয়ে থাকা আখবাহী লরির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মতিন নামে এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার স্যানখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল মতিন মাগুরার শ্রীপুর উপজেলার বাসিন্দা ছিলেন এবং পেশায় একজন তরমুজ ব্যবসায়ী।

 


বিজ্ঞাপন


কানাইপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, সকালে দ্রুতগতির একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা আখবাহী লরির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর