গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল।
রোববার (২ মার্চ) বিকেলে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তন্ময় বৈরাগী ও পিঞ্জুরী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন শেখ দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসছে। এ কারণে এই দুই নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তন্ময় বৈরাগী ও পিঞ্জুরী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন শেখের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, আমরা ৪৮ ঘণ্টার মধ্যেই কারণ দর্শানোর উপযুক্ত জবাব দেবো।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচিতে অনুপস্থিতসহ তাদের বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। এ জন্য তাদেরকে আমরা প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। ৪৮ ঘণ্টার মধ্যে এই কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তারা যদি এই ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে