মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রশাসন ক্যাডারে বৈষম্যমূলকভাবে বরখাস্তের প্রতিবাদে কর্মবিরতি পালিত

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

প্রশাসন ক্যাডারে বৈষম্যমূলকভাবে বরখাস্তের প্রতিবাদে কর্মবিরতি পালিত

‘ক্যাডার যার মন্ত্রণালয় তার’ এ স্লোগানকে সামনে রেখে প্রশাসন ক্যাডারে বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন ক্যাডাররা।

রোববার (২ মার্চ) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে এ কর্মবিরতি পালন করা হয়।


বিজ্ঞাপন


পূর্ণদিবস কর্মবিরতিতে বক্তারা বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বধায়ক ডা. মাসুদ পারভেদ, ডা. আব্দুস সামাদ, ডা. মাহফুজ রায়হান, শিক্ষা ক্যাডার মোস্তাফিজুর রহমান, মৎস্য ক্যাডার এলিজা খাতুনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ক্যাডাররা।

তারা জানান, প্রশাসন ক্যাডারে বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্ত বন্ধ করতে হবে। সেই সঙ্গে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে। এগুলো বন্ধ না করলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেন কর্মবিরতি থেকে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর