রাজবাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক কারবারি এবং শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানার দয়ালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ডিবি পুলিশ জানায়, মাসুদ রানা একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও মারামারি সংক্রান্ত মোট ১৩টি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম বলেন, অস্ত্র ও মাদক ব্যবসায়ী মাসুদ রানা দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/ এজে