মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কিশোরগঞ্জে জামায়াতের প্রার্থী সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী নির্বাচিত হয়েছেন কর্নেল (অব.) প্রফেসর অধ্যাপক ডা. জিহাদ খান।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য। বর্তমানে ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকা হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। 


বিজ্ঞাপন


ডাক্তার জিহাদ খান সাবেক দুই বারের রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদের বাসিন্দা। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী ডাক্তার জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. রমজান আলী জানান, আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) প্রফেসর ডাক্তার জিহাদ খানকে নির্বাচিত করা হয়েছে।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের অন্য পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছিল দলটি। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভুঁইয়া, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) আসনে ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হুসাইন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন