রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় নতুন ভোটার হালনাগাদে চারিত্রিক সনদের সংকট

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

বরগুনায় নতুন ভোটার হালনাগাদে চারিত্রিক সনদের সংকট

বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের ভোটার হালনাগাদ চলছে। কিন্তু চারিত্রিক সনদের সংকটের কারণে অনেকেই ভোটার করতে ব্যর্থ হচ্ছেন। অবশেষে চারিত্রিক সনদ ফটোকপির মাধ্যমে নতুন ভোটার হালনাগাদ করতে হচ্ছে।

thumbnail_IMG-20250228-WA0017


বিজ্ঞাপন


এ বিষয়ে নতুন ভোটারদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা সকাল থেকে ভোটার করানোর জন্য এসে বসে আছি। চারিত্রিক সনদ না পাওয়ায় আমরা ভোটার হালনাগাদ করতে পারতেছিলাম না। তাই আমরা চারিত্রিক সনদ ফটোকপির মাধ্যমে ভোটার হালনাগাদ করতেছি।

আরও পড়ুন

আ.লীগ নেতাদের সঙ্গে প্রশাসনের কর্মসূচি পালন!

তথ্য সংগ্রহকারী জাহাঙ্গীর আলম জানান, অনেক নতুন ভোটাররাই তাদের মূল চারিত্রিক সনদ দিতে পারে নাই, কেন  দিতে পারে নাই সেটা আমার জানা নেই। কিন্তু অধিকাংশ ভোটারের -ই চারিত্রিক সনদের ফটোকপির মাধ্যমে ভোটার হালনাগাদ করতে হয়েছে।

thumbnail_IMG-20250228-WA0007


বিজ্ঞাপন


আরপাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলি পারভিন (মালা) বলেন, চারিত্রিক সনদ ফটোকপির মাধ্যমে ভোটার হালনাগাদ করা হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। আমি উপস্থিত না থেকেও চৌকিদার এবং মেম্বারদের কাছে চারিত্রিক বা নাগরিক সনদপত্র স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর