সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ঝুমগাঁও ও মোকামছড়া এলাকা থেকে ৫টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা ও পেকপাড়া বিওপির সদস্যরা ভারতীয় গরুগুলো আটক করে।
বিজ্ঞাপন
বিজিবি জানিয়েছে, আটককৃত ৫টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা। এদিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা হলেও চোরাচালান কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ঝুমগাঁও ও মোকামছড়া এলাকা থেকে ৫টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।
প্রতিনিধি/এজে