রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঢাকা মেইলে সংবাদ প্রকাশ

মাংসসহ পুরো রমজানের খাদ্যসামগ্রী পেলেন সেই হাজেরা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলে সংবাদ প্রকাশের পর মাংসসহ পুরো রমজান মাসের খাদ্যসামগ্রী সহায়তা পেয়েছেন হাজেরা বিবি নামে ৮০ বছর বয়সী রাজশাহীর এক বৃদ্ধা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে পুরো রমজান মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়।


বিজ্ঞাপন


নগরীর ছোটবনগ্রাম এলাকায় তার বাড়িতে গিয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এসব খাদ্যসামগ্রী দিয়ে আসেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, গরুর মাংস ২ কেজি, এক কেজি করে মসুর ডাল, চিনি, চিড়া, পেঁয়াজ, ছোলা, লবণ ও মুড়ি। এছাড়া সয়াবিন তেল ২ লিটার, হাফ কেজি করে রসুন ও খেজুর এবং হলুদ-মরিচসহ অন্যান্য মশলা ছিল খাদ্যসামগ্রীর মধ্যে।

আরও পড়ুন

মাংস খাননি আড়াইশ দিন, ডালভাতে বাঁচার লড়াই হাজেরার

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৬ মিনিটে ‘মাংস খাননি আড়াইশ দিন, ডালভাতে বাঁচার লড়াই হাজেরার’ শিরোনামে ঢাকা মেইলে একটি বিশেষ সংবাদ প্রকাশ হয়। এরপর সংবাদটি নজরে আসে স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে এম রিদওয়ানুল বারী জিয়নের। তাৎক্ষণিকভাবে তিনি রাজশাহী অফিসের কর্মকর্তাদের হাজেরার কাছে যেতে নির্দেশ দেন। স্থানীয় কর্মকর্তারা ছুটে যান তার কাছে। খোঁজখবর নেওয়ার পর হাজেরাকে সহযোগিতার সিদ্ধান্ত নেয় স্টেডফাস্ট কুরিয়ার।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে এম রিদওয়ানুল বারী জিয়নের পক্ষ থেকে শুক্রবার রাজশাহী জোনাল ম্যানেজার মো. সাইয়েদুর রহমান খাদ্যসামগ্রী হাজেরা বিবিকে দিয়ে আসেন। এসময় প্রতিষ্ঠানটির রাজশাহী সদর হাবের ম্যানেজার মো. আদম শফিউল্লাহ ও সাহাদ আলী উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাজেরা। স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন