নড়াইলের লোহাগড়ায় মেলার যাবার উদ্দেশে বের হয়ে রায়হান ইসলাম প্রান্ত (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়। মূলত রায়হান বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে গিয়েছিল বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
রায়হান উপজেলার নলদী ইউনিয়নের জালালসী গ্রামের প্রবাসী মনির শেখের ছেলে এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। রায়হান ও তার মা রাবেয়া বসরী লক্ষীপাশাতে বাসা ভাড়া করে বসবাস করেন।
ওসি মো. আশিকুর রহমান জানান, নিখোঁজ রায়হান ইসলাম প্রান্ত তার মাকে না বলে বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে যায়। পরে বাড়িতে আসার টাকা না থাকায় তার মাকে কল করে রায়হান। তখন তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে কক্সবাজার জেলা পুলিশ উদ্ধার করে। রাতেই রায়হানকে কক্সবাজার জেলা পুলিশের সহযোগিতায় সেখান থেকে লোহাগড়ায় আনা হয়।
আরও পড়ুন: নিখোঁজের ৪১ দিন পর সেফটি ট্যাংকি থেকে দোলা মনির লাশ উদ্ধার
বিজ্ঞাপন
পরিবার ও সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রায়হান লোহাগড়া উপজেলার তারক চাঁদের মেলা দেখতে যাবার কথা বলে বাসা থেকে বের হয়। পরে সে আর বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে রায়হানের পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করেন। তাকে না পেয়ে লোহাগড়া থানায় রায়হানের মা বৃহস্পতিবার সাধারণ ডায়রি করেন।
প্রতিনিধি/ এমইউ