যশোর সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণ এবং বার্ষিক পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।
তিনি তার বক্তৃতায় বলেন, ‘বিগত ১৭ বছরে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করে দেশের ছাত্র ও যুব সমাজকে মেধাশূন্য করা হয়েছে। টিকটক, ফেসবুক এবং মাদকের মাধ্যমে জাতিকে বিপথে পরিচালিত করা হয়েছে। এই সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করেছে।’
বিজ্ঞাপন
নার্গিস বেগম আরো বলেন, ‘সমাজ ও রাষ্ট্রের অবস্থা পরিবর্তন করতে হলে এমন রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন, যা সকলের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে। জনবান্ধব গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেবল পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, সাহিত্য, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় যুক্ত থাকতে হবে। এসব মাধ্যমে জীবনের নতুন দিক উন্মোচন হয় এবং নিজেকে উচ্চতায় নিয়ে যায়।’
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘সন্তানদের প্রতি সবসময় নজরদারি রাখতে হবে এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অন্যের সন্তানের প্রতি যত্মবান হতে হবে।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, একুশের পদযাত্রা এবং অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
বিজ্ঞাপন
তালবাড়িয়া ডিগ্রী কলেজের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, উপাধ্যক্ষ জিয়া হায়দার ও শিক্ষার্থী জান্নাতি খাতুনের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শেষে, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ইবাদত খান।
প্রতিনিধি/একেবি

