নেত্রকোনার কলমাকান্দায় ধানক্ষেত দেখতে বের হয়ে নিখোঁজ এক কৃষকের মরদেহ উব্দাখালি নদীর পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. রহমত আলী (৬৫)।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ডেইট্টাখালি এলাকায় নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মাঠে রোপণ করা বোরো ধানক্ষেত দেখতে বের হয়েছিলেন রহমত আলী। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ডেইট্টাখালি এলাকায় উব্দাখালী নদীর পাড়ে তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত রহমত আলী উপজেলার চান্দুয়াল এলাকার বাসিন্দা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রহমতের পরিবারের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন । ধারণা করা হচ্ছে- ফসলের মাঠ দেখে নদীর পানিতে হাত-পা পরিষ্কার শেষে তীরে উঠতে গেলে স্ট্রোক করে মারা যান। মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চাচ্ছেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
ইএ