শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেলায় যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ স্কুলছাত্র রায়হান

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

loading/img

নড়াইলের লোহাগড়ায় মেলায় যাবার উদ্দেশ্যে বের হয়ে রায়হান ইসলাম প্রান্ত (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় রায়হানের মা রাবেয়া বসরী লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


বিজ্ঞাপন


নিখোঁজ রায়হান উপজেলার নলদী ইউনিয়নের জালালসী গ্রামের মনির শেখের ছেলে এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। রায়হান ও তার মা রাবেয়া লক্ষীপাশাতে বাসা ভাড়া করে বসবাস করেন।

নিখোঁজের স্বজন ও সাধারণ ডায়রি সূত্রে জানা গেছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রায়হান উপজেলার লক্ষীপাশা কালিবাড়ি সংলগ্ন মেলায় যাবার উদ্দেশে বাসা থেকে বের হয়। পরবর্তীতে আর বাসায় ফেরেনি সে। সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে সাধারণ ডায়রি করে তার মা।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব জায়গায় আমরা মেসেজ দিয়েছি। নিখোঁজ রায়হানকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর