পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলকাঠি ইউনিয়ন শাখা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পূর্ব বারইকরন জামে মসজিদ প্রাঙ্গনে দেড় শতাধিক পরিবারকে এ ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়।
বিজ্ঞাপন
উপহার সামগ্রীর মধ্যে রয়েছেন, দুই কেজি ছোলা,দুই কেজি চিড়া,এক কেজি খেজুর, এক কেজি চিনি,১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মুড়ি ও ১ প্যাকেট লাচ্চি সেমাই।
এ সময় অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান,নলছিটি উপজেলা নায়েবে আমির সাইদুর রহমান কবির,সহকারী সেক্রেটারি প্রভাষক মনিরুজ্জামান,সদর উপজেলা বায়তুল মাল সম্পাদক মামুন হোসেন প্রমুখ, কুলকাঠি ইউনিয়ন জামায়াতের নেতা রিয়াজুল ইসলাম, মাওলানা আল আমিন প্রমুখ।
প্রতিনিধি/ এজে