বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় মাদরাসা ছাত্র নিহত

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯ এএম

শেয়ার করুন:

loading/img

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরচাপায় ইমন আলী (১৩) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ইমন সদর উপজেলার শাহজাহানপুর মুন্সিপাড়ার আব্দুল জাব্বারে ছেলে ও চরবাগডাঙ্গা সেরাজুল হোদা লতিফিয়া নুরিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রইস উদ্দিন জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে মাদরাসায় যাচ্ছিল ইমন। এ সময় চরবাগডাঙ্গা গোঠাপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দিলে ইমন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub