বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের স্টাইল (ধরণ) অনুযায়ী আর রাজনীতি করতে দেওয়া হবে না।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে ছাত্রদল কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ছাত্রদল সভাপতি বলেন, কেউ যদি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পতাকার নিচে রাজনীতি করে এসে বলেন, আমি ছাত্রশিবির বা জামায়াতের রাজনীতি করি তা কেউ মেনে নেবে? এ কারণে এ ধরনের কর্মকাণ্ডে কেউ যদি লিপ্ত থাকেন তাদেরকে ঘোষণা দিয়ে আপনারা প্রতিহত করবেন। কোনো ছাড় দেওয়া হবে না। কারণ, সাড়ে ১৫ বছরের ত্যাগ, শ্রমকে অস্বীকার করে ইতিহাস করার চেষ্টা করবে তা হবে না।
তিনি বলেন, নারী নেতৃত্বকে ছাত্রদল অধিক গুরুত্ব দিচ্ছে। বিগত ফ্যাসিস্টের সময়ে ছাত্রলীগের অত্যাচার-নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে সাধারণ শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির প্রতি বিমুখ অবস্থায় রয়েছে। ছাত্র রাজনীতির প্রতি কিছুটা ঘৃণা চলে এসেছে। সাড়ে ১৫ বছরে ছাত্রলীগের মা-বোনদের ওপর নির্যাতন করেছে। কিন্তু ছাত্রদলের কোনো নেতা-কর্মীর দ্বারা নারী নেত্রী বা সাধারণ ছাত্রী লাঞ্ছিত হলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের স্টাইল (ধরণ) অনুযায়ী আর রাজনীতি করতে দেওয়া হবে না। আমরা ইতিবাচক রাজনীতি করে যাচ্ছি। ছাত্রলীগের অত্যাচার-নির্যাতনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার্থীরা অতিষ্ঠ ছিল। তাদের প্রতি শিক্ষার্থীদের সামান্যতম সমর্থন ছিল না। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করেই ক্ষ্যান্ত হয়নি, ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। রক্তাক্ত হামলা চালিয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীদের বারবার কারাবরণ করতে হয়েছে।
তিনি আরও বলেন, ছাত্রদলের লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী কর্মশালার আয়োজন করা হবে। ছাত্রদলের উদ্দেশ্য ও লক্ষ্যগুলো হলো উৎপাদনশীল ও কর্মমুখী তরুণ সমাজ প্রতিষ্ঠায় রাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে ছাত্রদল ভূমিকা পালন করে যাবে। কর্মমুখী শিক্ষায় মনোনিবেশে তরুণসমাজকে উদ্বুদ্ধ করা হবে। মহান মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব এবং ২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বুকে ধারণ করে ছাত্রদল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে।
প্রতিনিধি/ এজে