জামালপুরের মেলান্দহে অপারেশন ডেভিল হান্টে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা শেষ করে বের হওয়ার পর চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ ফ্রেব্রুয়ারি) দুপুরে মাসিক আইন শৃঙ্খলা সভা শেষে বের হওয়ার সময় উপজেলা চত্বরে থেকে তাদের আটক করে থানা পুলিশ।
বিজ্ঞাপন
আটক করে তাদেরকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ডিবি পুলিশ তাদেরকে জেলা ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস.এম. সায়েদুর রহমান।
জামালপুরের পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, আটককৃত সবাই আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছে। অপারেশন ডেভিল হান্টে পুলিশের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। যারা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলা করছেন তাদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।