শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঝালকাঠিতে ঐতিহ্যবাহী শিব চতুর্দশীর মেলা শুরু

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থানখ্যাত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়ার ঐতিহ্যবাহী শিববাড়িতে তিন দিনব্যাপী শিব চতুর্দশীর অনুষ্ঠান ও মেলা শুরু হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ত্রাম্বকেশ্বর ভৈরবের আরাধনার মধ্য দিয়ে পূজার্চণা, শিব দর্শন, পূণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে। 


বিজ্ঞাপন


মন্দিরের পুরোহিত মহাদেব চক্রবর্তী জানান, ৩০০ বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর শিববাড়িতে এ অনুষ্ঠান হয়ে আসছে। শিব চতুর্দশী উপলক্ষ্যে দেশবিদেশের নানা বয়সের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী শিব দর্শন করতে আসেন। পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শিববাড়ি। স্বামীর মঙ্গল কামনায় দেবতা শিবকে তুষ্ট করতে গৃহবধূরা শিব অর্ঘ্য দিতে আসেন। আর অবিবাহিত মেয়েরা আসেন শিবের ন্যায় যোগ্য বর (স্বামী) প্রত্যাশায় ফুল-জলের নৈবেদ্য সাজিয়ে দেবতাকে তুষ্ট করতে। এ উপলক্ষ্যে তিনদিনব্যাপী গ্রামীণ মেলা বসেছে। মেলায় বাহারি পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। 

মেলায় আসা অসীম চন্দ্র জানান, স্ত্রী সন্তানদের মঙ্গল কামনায় দেবতা শিবকে (মহাদেব) তুষ্ট করতে মনের আশা পূরণের জন্য আসছি। পুজো দিয়েছি। 

মনিকা বিশ্বাস বলেন, দেবতার কাছে পরিবারের মঙ্গল কামনায় পুজো দিয়েছি। মেয়েরা সংসারের মঙ্গলের জন্য শিব পূজা করে থাকেন। শিব দেবতাকে তুষ্ট করতে এসেছি। 

ঝালকাঠি জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা বলেন, ঐতিহ্যবাহী এ মেলায় দেশবিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এসেছেন। পরিবারের মঙ্গল কামনায় শিব পূজা করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর