বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে স্কুলছাত্র রাতুল (১৩) হত্যা মামলায় মঞ্জু সরকার (৬৫) নামে আওয়ামী লীগের এক অর্থ যোগানদাতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা, পরিবহন ব্যবসায়ী এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের সহযোগী। মঞ্জু সরকার বিগত সময় আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ সহচর হিসেবে ছিলেন।
বিএনপির হরতালে তার মালিকানাধীন বাস চালু রাখায় বেশ কয়েকবার তার বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। পাঁচ আগস্টের পর তিনি একজন বিএনপি নেতার পেট্রোল পাম্প ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চারমাথা এলাকা থেকে স্কুলছাত্র রাতুল হত্যা মামলার ৩০ নম্বর আসামি মঞ্জু সরকারকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

