সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএনপি জনগণের রাজনীতি করে: মাসুদ আহমেদ তালুকদার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

বিএনপি জনগণের রাজনীতি করে: মাসুদ আহমেদ তালুকদার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, বিএনপি জনগণের রাজনীতি করে। বিএনপি অনির্বাচিত সরকারের অংশীদার হতে চায় না বলেই এই সরকারকে সমর্থন করেছিল।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় স্থানীয় ইনস্টিটিউট মাঠে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

এডভোকেট মাসুদ তালুকদার আরও বলেন, জাতীয় নির্বাচন বিলম্ব হলে ফ্যাসিস্ট ও স্বৈরাচারীরা আবার সংগঠিত হবে। এ কারণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছিল এবং লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছিল। তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে মানুষ নিজের মতামত অনুযায়ী ভোট দিতে পারবে।

তিনি আরও বলেন, বাজারদর জনগণের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ দিশেহারা। রমজানের আগে বাজারদর নিয়ন্ত্রণের আহ্বান জানান। আইনশৃঙ্খলার চরম অবনতির কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টরা আবার একত্রিত হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ব্যাপারে সরকারকে সতর্ক হওয়া এবং দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।


বিজ্ঞাপন


দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হক এবং বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলীয়া।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর